তিনি আরো বলেন, এ মুহূর্তে ভাইরাসে আক্রান্ত ওই বাংলাদেশিকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস বা এনসিআইসিডিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনীয় যা যা করার হাইকমিশনের পক্ষ থেকে তা করা হবে।
বাংলাদেশি নাগরিক ছাড়াও সিঙ্গাপুরে নতুন করে আরো দুইজন নভেল করোনায় আক্রান্ত হয়েছে। তবে তাদের কারোরই সম্প্রতি চীন সফরের কোনো প্রমাণ মেলেনি। এ নিয়ে সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে।