খালেদা জিয়ার প্যারোল নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো আবেদন না করা পর্যন্ত বিষয়টি নিয়ে ভাবার সুযোগ নেই বলে জানান তিনি। খালেদার মামলাটি দুর্নীতির হওয়ায় সরকারের এ নিয়ে তেমন কিছু করার নেই বলেও জানান তিনি।