এরমধ্যে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সফিউল ইসলাম মহিউদ্দিন, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম ও বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান। এছাড়া চট্টগ্রাম সিটিতে নৌকার টিকিট পেয়েছেন রেজাউল করিম চৌধুরী।
এর আগে মনোনয়ন বোর্ডের সভায় অংশ নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কে ভোট দিল, কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ, সার্বিক উন্নয়নে বিশ্বাসী সরকার। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।