নেটফ্লিক্সের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে অভিষেক হলো বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। নেটফ্লিক্সের থ্রিলার সিনেমা মিসেস সিরিয়াল কিলার-এ অভিনয় করে নাম লেখালেন অনলাইন দুনিয়ায়। গত বুধবার ছবির প্রথম ঝলক (ফার্ষ্টলুক) টুইটারে প্রকাশিত হয়। সেখানে জ্যাকুলিনকে একটি স্কার্ফ পড়া অবস্থায় দেখা যায়।
শিরিশ কুন্দর ছবিটি পরিচালনা করেছেন। তাঁর স্ত্রী ফারাহ খান হয়েছেন ছবির প্রযোজক। ছবির গল্প একজন সন্ত্রাসীর স্ত্রীকে নিয়ে। ওই সন্ত্রাসী কাউকে হত্যা করার জন্য জেলে যান। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী নিজেও হত্যালীলা চালান। আগামী বছর নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি। পারিচালকসহ নেটফ্লিক্সও জ্যাকুলিনের প্রথম ঝলক নিয়ে টুইট করেছে। পরিচালক শিরিশ কুন্দর এর আগে টুইটারে বলেছিলেন, ‘সবসময় সিরিয়াল কিলার নিয়ে ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করতে চেয়েছি। অবশেষে এই ছবির মাধ্যমে ডিজিটাল অভিষেক হলো।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস