আমার অতীত বন্দিফ্রেমে
রয়েছে কতো না স্মৃতি
নীতিক্ষণে-ক্ষণে বক্ষে জুড়িয়া
প্রকাশিয়া কতো না অনুভূতি।।
অতীত স্মরণে চিত্তে প্রসন্নে
দানে কতো বেলা
পাদপ শুষ্কে সিক্তে বর্ষে
জলদে জলদে করে খেলা।।
বিমল তনুতে সোহাগ চাহিতে
নানা করিয়া ছলে
কাঁদিয়া-হাসিয়া গড়াগড়ি লুটে
তবুও প্রহেলিকায় ভোলে।।
শিশুমনে নানা ছলনায়
উচ্ছ্বাসে রাখিতেম বাটি
লুকোচুরি ক্রীয়াতে মত্ত সদায়
ভেঙ্গে যেত কতো না খুঁটিনাটি।।
অগ্নিশর্মায় বিচলিত চিত্তে
পিতা মুখপানে চায়
এক চিলতে স্মিত হাসিতে
মধুর স্মৃতিতে ভোলায়।।