যুগ থেকে যগান্তরে চলছে এই প্রথার রীতি
দীপাবলিতে জ্বললে আলো মঙ্গল হবে ভাতি
আঁধার থেকে আলোর পথে ধাবিত হবে মনে
তমসাবৃত মোহাচ্ছন্ন মন কালিমা ও যাবে দূরে।।
অশুভশক্তির নাশ হবে দীপাবলির রাতে
শুভশক্তির সহনবৃদ্ধি সাধনার ই আবেশে,
দীপাবলির আলো মেখে পুড়বে যত মহাকাল
দুষ্টপ্রেতের আধিপত্য নিস্তার হবে রেশে।।
ধ্বনিত হবে মঙ্গলশঙ্খ জ্বলে উঠবে প্রদীপ
ঘরে ঘরে কল্যাণময়ী মা উঠবে জেগে,
তান্ত্রিক বৈষ্ণব শাক্ত সকল প্রার্থনায় রত হবে
স্ব-স্ব সাধনাতে তারা অষ্টবিধ পুজে।।
দীপাবলিতে শুভক্ষণে প্রার্থনা জানাই মা কে
দুঃখ-জ্বালা অশুভের নাশ করো মা এ ধরাতলে।।