“প্রসূতি মনে লয় আর বাঁচবেনা, এত যন্ত্রণায়।
সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, তাই বেদনায় কাতরায়।।
প্রচন্ড ব্যথায় মাতা ক্ষণেই বেহুঁশ হয়ে যাচ্ছে।
‘মা’ নামক ডাকটি শোনার জন্য এত কষ্ট পাচ্ছে!
দশ মাস দশ দিন নিদারুণ গর্ভযাতনা পেয়ে ও।
অতীব ক্লেশ সইছে মা শিশু জন্মদানে আজকেও।।”
কতক মা প্রসবের সময় পরাণ হারিয়ে ফেলে।
কতক মাতা মহাশান্তি পায় সন্তান পেয়ে কোলে।।
প্রসব বেদনা ভূলে মাতা অবহেলে একনিমিষে।
সে কী উপযুক্তা হয় সে সন্তানের কু-আচরণের বিষে?
এ পৃথিবীর আদিগুর্বী জন্মদাত্রী মাকে ছাড়া।
ঈশ্বর ও করবেনা কৃপা, হবে মোক্ষ- মুক্তি হারা।।
গয়া-কাশী-বৃন্দাবনই বলো, অথবা মক্কা – মদিনা।
জেরুজালেম প্রভৃতি পবিত্র তীর্থস্নানেও হবেনা!!
মায়ের আশীর্বাদে তুমি সবই পাবে নিজ ঘরে।
ভক্তিভরে উত্তম সেবা- পূজা দাও করজোড়ে তারে।।
সাক্ষাৎ ঈশ্বরী মাতা, বিশ্বজগতে তাঁর তূলনা নাই।
জীয়ন্তে মণিরত্নাদি চেনো,ওহে সদ্গুণী পরমার্থী ভাই।।