তবে তাই হোক
বিচ্ছেদে যদি পাও শান্তি
ভেবনা ঝরিবে নয়নের বারি।।
চেও না মুখপানে,
মলিনতায় যে স্মিতহাসে!
ছল ছল নয়নে,তবু নাহি কাঁদে।।
মুক্ত বিহঙ্গের পানে ধায় তড়িতে
দুঃস্বপনে নাহি আসে শয়নে
সব বন্ধন ছেদে প্রশান্তির লাগি
রিক্ত চিত্তে পরিশুদ্ধে হোক পূর্ণে।।
নীরব আঁধার রাতিতে
হোক না বিচ্ছেদের তান
শত ক্লান্তি অবসন্নে টুটে যাবে
আপন আপনারে বিদায় লগ্নি।।
ক্ষীণ দূরত্বের চেয়ে
নাই বা হলো আর ও অতিনিকটে
তবু করুণা নাহি চাহি
পরানে যদি বিচ্ছেদে আসে প্রশান্তি।।