বিধিমতে ভাইফোঁটা প্রতি ঘরে হয়
পূর্ণক্ষণে ফোঁটা দিলে ভাই মঙ্গলে রয়,
ছোট থেকে বড় ভগিনী করে আয়োজন
যমভয় যমকাঁটা করে নিবারণ।।
বিধাতারে স্মরিয়ে তারা চাহে ভ্রাতার মঙ্গল
পূর্ণক্ষণে শাস্ত্রমানে ভ্রাতা-ভগিনীগণ,
নানাবিধ দ্রব্য আয়োজনে নানা উপাচারে
আর্শীবাদে ধান,র্দূবা করে মনিহার।।
ভ্রাতা দেয় ভগিনীকে সৌজন্য উপহার
ভগিনী দেয় প্রিয় ভ্রাতাকে ফোঁটার সম্ভার,
ভ্রাতা-ভগিনী দু’য়ে মিলে উপহার বিনিময়
একযোগে স্রষ্টায় স্মরে আয়ুবৃদ্ধি কামনায়।।
ধান,র্দূবা শিরে সপে কপালে চন্দন
ধূপ,দীপ জ্বেলে গড়ে প্রীতির বন্ধন,
এই রূপে ভাই ফোঁটা করে ঘরে ঘরে
মঙ্গলময় নিধির স্রষ্টা দানে তার বরে।।
যুগ থেকে যুগান্তরে প্রচলিত রয়ে যাক রীতি
মঙ্গল বন্ধনে বয়ে আনুক ভ্রাতৃদ্বিতীয়ার সম্প্রতি।।