হৃদয়হরণীর রূপ গো তোমার
বৈচিত্র্যে ও চির ভাস্কর
নানাবিধ অলংকারে গরিয়েছে স্রষ্টা
তুমি সুন্দর ত্ র।।
মণি,মুক্তয় খচিত পদ্মে
সাজায়ে নানা শোভায়
অমল তনুতে লুটায়ে পায়ে
আপ্লুত প্রকৃতিপ্রেমে হারায়।।
মৃন্ময়ী তুমি সুশীতল তুমি
তোমা হেরি বিবিধ রত্নে
বক্ষ মাঝারে রাখি যতনে
তোমা আঁখি রূপ সাদৃশ্যে।।
সুনিপুন তুমি বসুন্ধরা ওগো
তুমি স্নেহের জননীর বেশে
মৃত্তিকা রূপে ব্যাপ্ত রও
এ গোলাকার জগতে।।