কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ অস্থায়ী আদালতে খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার বিচার কাজ শুরু হয়েছে। তবে শারীরিক অসুস্থতার কারণে মামলায় হাজিরা দিতে আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত আগামী ১৮ জুন মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করে। এতদিন মামলাটির বিচারকাজ চলছিল পুরান ঢাকার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে।
এর আগে সোমবার সরকারি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ভবনের অস্থায়ী আদালতে খালেদার জিয়ার ১২টি মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে।