যাবি আমার সাথে? – ডা: এস হক সজীব

যাবি আমার সাথে? – ডা: এস হক সজীব

ডা: এস হক সজীব

যাবি আমার সাথে?
সিঁদূর মেঘের প্রাতে।
ঝিরিঝিরি বাতাসে,
জলপ্রপাতের পাশে।
সবুজ দুর্বা ঘাসে
 
পা ভেজাবো গা ভেজাবো
জল খেলবো শেষে-
মেঘবালিকার বেশে
যাবি আমার দেশে?
প্রজাপতির ডানায় ভেসে
উড়বো হেসে হেসে
বাবুই পাখির বাসা হবে
শরত মেঘের কোলে
খুনসুটিতে জীবন রবে
উষ্ণ শরোগোলে –
কি আনন্দ! কি আনন্দ!
বলবি আহলাদে।
যাবি আমার সাথে?
সিঁদূর মেঘের প্রাতে।
 
শিশির ভেজা রাস্তা ধরে
নীল পাহাড়ের দেশে?
পাহাড় চূরার মাচায় বসে
শীতল পাটি বুনবি কসে
ঠোঁট রাঙাবি লালচে আভার
মিষ্টি পানের রসে!
চোখ সাজাবি প্রদীপ কালির
নিকোশ কালো লাজে।
 
ডুমুর রসে পথ মাতাবি
লাল পাহাড়ের মাঝে।
 
যাবি আমার সাথে?
সিঁদূর মেঘের প্রাতে।
 
মহুয়া ফুলের দেশে?
তোর পথেতে ঝরবে খুশি
ঝলমলিয়ে হেসে।
 
আকাশ যেথায় অঝোর ধারায়
নামে জলের বেশে-
সেই, মেঘ পাহাড়ের দেশে…
 
যাবি? যাবি আমার সাথে?
সিঁদূর মেঘের প্রাতে।
 
ডাঃ এস হক সজীব
শিক্ষক,লেখক,গবেষক

খবরটি শেয়ার করুন...

Comments are closed.




© All rights reserved © 18-2023 boguratribune.com
Desing & Developed BY ThemesBazar.Com