দেশে অসংক্রামক রোগের ঝুঁকিতে ৯৭ ভাগ মানুষ

দেশে অসংক্রামক রোগের ঝুঁকিতে ৯৭ ভাগ মানুষ

দেশের পূর্ণ বয়স্ক ৯৭ ভাগ মানুষ কোনো না কোনো ভাবে অসংক্রামক রোগ অর্থাৎ উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকিতে রয়েছে। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্টেপস জরিপের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বাংলাদেশের জনসংখ্যার ২৩ ভাগ ধূমপায়ী। ২৮ ভাগের রক্তে উচ্চমাত্রায় চর্বি পাওয়া গেছে। প্রতি একশ জনের মধ্যে ২০ জনের অতিরিক্ত ওজন। নেই পর্যপ্ত শারীরিক পরিশ্রম ও শাকসব্জি-ফল খাবার অভ্যাস। আর এ কারণেই বাড়ছে অসংক্রামক রোগের ঝুঁকি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্টেপস জরিপে উঠে এসেছে এই তথ্য।

অসংক্রামক রোগের ঝুঁকির বিষয়ে দেশের ৯ হাজার ৯০০ জনের ওপর চালানো হয় এ জরিপ। অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে পর্যাপ্ত ফল-সবজি খাওয়ার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন গবেষকরা।

অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের বিকল্প নেই, বলছেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিবছর বিশ্বে ৭০ ভাগ মানুষ অসংক্রামক রোগে ভুগে মারা যায়। বাংলাদেশে এর কারণে মৃত্যু হয় ৬০ ভাগ মানুষের।

খবরটি শেয়ার করুন...

Comments are closed.




© All rights reserved © 18-2023 boguratribune.com
Desing & Developed BY ThemesBazar.Com