বগুড়া শহরের জলেশ্বরীতলায় কালীমন্দিরের পেছনে রাজধানী ডাইনারে বসে উপভোগ করতে পারবেন ঢাকা সহ উপমহাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ। এছাড়াও পছন্দের মেন্যু যখন তখন অর্ডার করতে তাদের আছে হোম ডেলিভারি ও ক্যাটারিং সার্ভিস। তাদের খাবারের দামও যৌক্তিক। বিফ কালাভুনা মাত্র ১৭০টাকা (৮পিস) এবং কেজি প্রতি ১০০০টাকা।
এছাড়াও রাজধানী ডাইনার রেস্টুরেন্টের খাবারের তালিকায় থাকছে তেহেরী, চিকেন বিরিয়ানি, হালিম, প্লেইন পােলাও, রােস্ট, বিফ রেজালা, মাটন রেজালা, প্লেইন রাইস, মেজবান বিফ, ডাল, কাচ্চি, বিফ খিচুরি সেট, জালি কাবাব, চিকেন গ্রিল, চিকেন বার-বি-কিউ, প্লেইন পরোটা, প্যাচ পরোটা, ফিরনী, পুডিং, ফালুদা, জর্দা, বোরহানি, পেস্তাবাদাম শরবত সহ আরো অনেককিছু।