৫০০ থেকে ১২০০ শয্যায় উন্নীত হলো বগুড়া শজিমেক হাসপাতাল

৫০০ থেকে ১২০০ শয্যায় উন্নীত হলো বগুড়া শজিমেক হাসপাতাল

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ৫০০ শয্যা থেকে ১২০০ শয্যায় উন্নিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা ১৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও বিএমএ বগুড়ার সাধারণ সম্পাদক প্রফেসর ডা: রেজাউল আলম জুয়েল জানান, ১৯৯৮ সালে ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে প্রথম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। এরপর মেডিকেল কলেজ ও হাসাপাতাল নতুন করে অবকাঠামো নির্মাণের পর ২০০৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শহরের অদূরে সিলিমপুরে স্থানান্তর করা হয়। হাসপাতালটি ৫০০ শয্যার হলেও রোগী ভর্তি থাকে ১৩০০ থেকে ১৫০০ জন। রোগীরা বেড না পেয়ে হাসপাতলের মেঝেতে শুয়ে চিকিৎসাসেবা নিত, ফলে ৫০০ শয্যার জনবল নিয়ে ১৫০০ রোগীকে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হতো।

১২০০ শয্যার জন্য ইতিমধ্যে হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ কাজ প্রায় শেষ হয়েছে। ৪ তলা থেকে ৭ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয়েছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগের পর পূর্ণাঙ্গভাবে চিকিৎসাসেবা পাবে রোগীরা।

খবরটি শেয়ার করুন...

Comments are closed.




© All rights reserved © 18-2023 boguratribune.com
Desing & Developed BY ThemesBazar.Com