সব সাজানো। মিথ্যেকথা।
সব চরিত্র কাল্পনিক।
ওপর থেকে একই দেখায়
যাদবপুর আর শালবনি।
কীসের দাবী, সঠিক কি না
হতেই পারতো অন্যথা
তার বদলে গা-জোয়ারি।
তর্ক ছেড়ে বন্যতা।
অলিন্দ এক। রং পাল্টায়
বাহিরে আর অন্দরে
ক্ষমতা সেই লোহার চাকু
না-চমকালেই জং ধরে।
সব সাজানো। মিথ্যেকথা।
আমিই জানি সত্যিটা।
হাড় ভেঙ্গে যাক অন্ধকারে
নিটোল থাকুক বক্তৃতা।
বানায় কারা নিয়ম কানুন
শানায় কারা আক্রমণ
শরীর যদি ভাঙল তবু
সজাগ হয়েই থাকলো মন।
হয় যদি হোক আবার চাবুক
যায় যদি যাক লোক ভেসে
তবুও মুঠো শক্ত হবেই
গর্জে ওঠার অভ্যেসে।
মানুষ থেকেই মানুষ আসে।
বিশুদ্ধতার ভীড় বাড়ায়
আমরা মানুষ, তোমরা মানুষ।
তফাত শুধু শিরদাঁড়ায়।