বাংলাদেশের সবচে পুরাতন নগরী বগুড়ার বর্তমান মহাস্থানগড় (পুন্ড্রনগর)। মহাস্থানগড়’এ প্রায় ২৫০০ বছর আগে গড়ে উঠেছিল সভ্য জনপদ। গুপ্তযুগে বাংলায় এটি ছিল শাসন কেন্দ্র এবং পুন্ড্রবর্ধন ভুক্তির রাজধানী। প্রায় ৪০০০ বছর পুরনো স্থাপনা এখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাওয়া গেছে।