কে, যদি আমি চেঁচিয়ে উঠি, দেবদূত-অনুশাসনের মধ্যে আমার কথা শুনবেন?
এবং যদি ওদের মধ্যে কেউ হঠাৎ আমাকে তার বুকে জড়িয়ে ধরেন,
আমি তার জোরালো অস্তিত্বের চাপে মিলিয়ে যেতে পারি।
কেননা, সুন্দর আর কিছুই নয়, ভয়ংকরের সূচনা,
যাকে এখনও পর্যন্ত আমরা সইতে পারি এবং পুজো করি,
কারণ সে খুব শান্তভাবে আমাদের ধ্বংস করতে এগিয়ে আসে।
তাই আমি ঢেকে রাখি আমার হৃদয়, আর গভীর গভীরতম
উঠে-আসা মরণ-ডাক আমাকে হজম করতে হয়। হায়, কে আছে সেখানে
যে ঠিকঠাক কাজে লাগাতে পারে? না দেবদূত, না মুনুষ;
কিন্তু ইতিমধ্যে জানাশোনা শয়তানগুলো মাথায় আছে
যে আমরা কেউই আমাদের নির্দিষ্ট ভুবনে ঠিকঠাক আছি
বলে মনে করি না। অবশ্য সেখানে, হয়তো,
নাবাল পাহাড়ের গায়ে একটি গাছ দাঁড়িয়ে, দিনের পর দিন সে আমাদের
দৃষ্টি কাড়ে, আমাদের জন্যে পড়ে থাকে আসছে কালের
ভাষান্তর : শক্তি চট্টোপাধ্যায়