মানুষ বলেই নষ্ট হতে লাগেনা রে সময়
যদি মাটির সাথে হয় ব্যাবধান কখনও এক চুল
বুজবে তখন এবার তোমার পতন হবে গুরু
হয়তো তুমি শুনবে তুমি নিজেই নিজের তুলনা
তুমি মিষ্টি করে হাসবে তবু কারোর কথায় ভুলো না
তারা গর্ব ভরে বলবে তুমি মেঘেরও শীর্ষে উঠবে
আর ধরনীর বুক সূর্যের মত ঝলমল করে ফুটবে।
হয়তো তারা বলবে তুমি আকাশ যাবে ছাড়িয়ে
তুমি বিশ্বাস কিছু করো না, থেকো মাটির পরে দাড়িয়ে
এই ধরনীর বুকে চুরমার হলো কতো না পাহাড় স্তম্ভ
রেখো চোখের দৃষ্টি নম্র আর কণ্ঠে তাড়াও দম্ভ।
হয়তো তোমার জন্য এটা সুসংবাদের লগ্ন
কতো সোনা দিয়ে বাঁধা ঝকঝকে নাম