মাটির সাথে দোস্তি – ফারজানা ওয়াহিদ সায়ান

মাটির সাথে দোস্তি – ফারজানা ওয়াহিদ সায়ান

ফারজানা ওয়াহিদ সায়ান

মন রে… বলি তোমায়
মানুষ বলেই নষ্ট হতে লাগেনা রে সময়
নেই আমার কথায় ভুল
যদি মাটির সাথে হয় ব্যাবধান কখনও এক চুল
বলি সেটাই হল শুরু
বুজবে তখন এবার তোমার পতন হবে গুরু
 
মন রে…
রেখো মাটির পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
জেনো আকাশের কোনো ঠিক নেই
মাটি মরণেও দেয় স্বস্তি।
 
হয়তো তুমি শুনবে তুমি নিজেই নিজের তুলনা
তুমি মিষ্টি করে হাসবে তবু কারোর কথায় ভুলো না
তারা গর্ব ভরে বলবে তুমি মেঘেরও শীর্ষে উঠবে
আর ধরনীর বুক সূর্যের মত ঝলমল করে ফুটবে।
হয়তো তারা বলবে তুমি আকাশ যাবে ছাড়িয়ে
তুমি বিশ্বাস কিছু করো না, থেকো মাটির পরে দাড়িয়ে
 
এই ধরনীর বুকে চুরমার হলো কতো না পাহাড় স্তম্ভ
রেখো চোখের দৃষ্টি নম্র আর কণ্ঠে তাড়াও দম্ভ।
 
রেখো মাটির পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
জেনো আকাশের কোনো ঠিক নেই
মাটি মরনেও দেয় স্বস্তি।
 
হয়তো তোমার জন্য এটা সুসংবাদের লগ্ন
রেখো নিজের দোকান বন্ধ
থেকো আপন ধ্যানেতে মগ্ন
 
এটা নতুন কিছু নয়তো
এ যে সকাল বিকাল ঘটছে
কতো সোনা দিয়ে বাঁধা ঝকঝকে নাম
তাতেও তো জং ধরছে
 
এটা জগতের এক সূত্র
কভু ভালো যায় কভু মন্দ
যেনো মাতাল না করে তোমারে
এই সুখি সময়ের গন্ধ
 
রেখো মাটির পরে দুটি পা
রেখো মাটির সাথে দোস্তি
যেনো আকাশের কোনো ঠিক নেই
মাটি মরণেও দেয় স্বস্তি।
 
পাবে সুখের শেষেও শূন্য
যদি সে সুখ ছাড়ায় মাত্রা
এই জীবনের মানে তবুও
এক আনন্দময় যাত্রা।

খবরটি শেয়ার করুন...

Comments are closed.




© All rights reserved © 18-2023 boguratribune.com
Desing & Developed BY ThemesBazar.Com