মোসাদ্দেক-সৌম্যের নায়োকোচিত ব্যাটিংয়ে ট্রাইনেশন সিরিজের শিরোপা জিতলো বাংলাদেশ। বৃষ্টি আইনের ২১০ রানের লক্ষ্য টাইগাররা ছুঁয়ে ফেলে ৫ উইকেট আর ৭ বল হাতে রেখে। ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দে হোসেন।
প্রায় অসম্ভব টার্গেটে শুরু থেকেই চড়ে খেলতে থাকেন সৌম্য। তামিম ১৮ ও সাব্বির শূন্য রানে ফিরলেও মুশফিকের সাথে ৪৯ রানের ঝড়ো জুটি গড়েন সৌম্য। সৌম্য ৬৬ আর মুশফিক ৩৬ রানে ফিরলেও সমস্যা হতে দেননি মোসাদ্দেক।
তার ২৩ বলে দুর্দান্ত ফিফটির পর ম্যাচ জিতে মাঠ ছাড়ে টাইগাররা। এর আগে ডাবলিনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বৃষ্টিতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ২৪ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য। উইন্ডিজ ১ উইকেটে ১৫২ রান করলেও বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১০ রান।