বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পাঁচে উঠা হলো না বাংলাদেশের। আসরে নিজেদের শেষ ম্যাচে ৯৪ রানের বড় ব্যবধানে হারলো টাইগাররা।
পাকিস্তানের দেয়া ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আউট সৌম্য। আরও একবার ব্যর্থ তামিম ইকবাল। মুশফিক, লিটন, রিয়াদরাও সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি। তবে বরবারের মতো ব্যাতিক্রম সাকিব আল হাসান। একাই লড়েছেন, করেছেন ৬৪ রান। সেই সঙ্গে ঢুকে পড়েছেন বিশ্বকাপের সেরা দশ রান সংগ্রাহকের তালিকায়।
বিশ্বকাপে কোনও নির্দিষ্ট পজিশনে ব্যাট করে সর্বোচ্চ রানের মালিকও এখন তিনি। এর আগে বোলিংয়ে শুরুটা ভালো হলেও ফিল্ডিং মিসে ভুগতে হয়েছে বাংলাদেশকে। ইমামের সেঞ্চুরি ও বাবর আজমের ৯৬ রানে বড় পুঁজির ভিত পায় বাংলাদেশ।
তবে শেষ দিকে মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ৩১৫তে আটকে রাখে বাংলাদেশ। ৭৫ রান খরচায় মুস্তাফিজের শিকার ৫ উইকেট।