সর্বাধিক বাউন্ডারি হাকিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সর্বাধিক বাউন্ডারি হাকিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

লর্ডসে শিরোপা আক্ষেপের অবসান ইংল্যান্ডের। সুপার ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়েছে থ্রি লায়ন্স। সুপার ওভারে সমতার পর, বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।

সুপার ওভারে স্টোকস-বাটলার জুটি দেন ১৬ রানের টার্গেট। জিমি নিশাম-মার্টিন গাপটিল তুলতে পারেননি ১৫ রানের বেশি। এর আগে, ২৪২ এর টার্গেটে জমেনি জেসন রয় ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারে রয়কে ফেরান ম্যাট হেনরি। জো রুটকে আউট করে ম্যাচ জমিয়ে দেন কলিন ডি গ্র্যান্ডহোম। পরপরই ৩৫ করা বেয়ারস্টোকে তুলে চাপ বাড়িয়েছেন লোকি ফার্গুসন। নিশামের বলে ক্যাচ দেন ওইন মরগ্যান।

বাটলারের সাথে ১১০ রানের জুটিতে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান স্টোকস। তাঁর ৮৪ রানের ইনিংস সত্ত্বেও টার্গেট স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড। অলআউট হয় ২৪১ রানে। এর আগে লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকসের দারুন বোলিংয়ে আড়াইশর নিচে আটকে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৫৫ করেন হেনরি নিকোলস। ল্যাথামের ৪৭ রানে ২৪০ ছাড়ায় ব্ল্যাকক্যাপস।

খবরটি শেয়ার করুন...

Comments are closed.




© All rights reserved © 18-2023 boguratribune.com
Desing & Developed BY ThemesBazar.Com