আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। ফলে বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে পা রাখবেন বাংলাদেশের সহ-অধিনায়ক। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের রাশিদ খানের কাছে জায়গা হারান সাকিব।
কিন্তু ট্রাইনেশন সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স করে শীর্ষে ফিরেছেন। তিন ম্যাচে দুই ফিফটিতে অপরাজিত ছিলেন সাকিব, নিয়েছেন দুই উইকেট। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৫৯ অন্যদিকে আয়ারল্যান্ডে ভালো সময় যায়নি রাশিদের। তিনে আছেন তারই স্বদেশি মোহাম্মদ নাবি। শীর্ষ পাঁচের মধ্যে বাকি দুজন পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।