বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের দেয়া ৩৬০ রানের টার্গেটে ব্যাট করে বাংলাদেশ। শেষ পর্যন্ত সব উইকেটে হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে টাইগাররা। ৯৫ রানে হেরে বিশ্বকাপ প্রস্তুতি শেষ বাংলাদেশের।
দুই ওপেনার সৌম্য-লিটন যোগ করেন ৪৯ রান। ২৫ করে ফেরেন সৌম্য। পরের বলেই সাকিব ফিরেছেন গোল্ডেন ডাকে। এরআগে কার্ডিফে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মাশরাফীর। বৃষ্টি বাধায় ম্যাচে বিঘ্ন ঘটে, শুরুর কন্ডিশন ঠিকঠাক কাজে লাগিয়েছে টাইগার পেইসাররা। কুড়ি ওভারে চাপে রেখেছিল ভারতকে।
শিখর ধাওয়ান, রোহিত শর্মা বড় রান করতে পারেননি। ফিফটির কাছে গিয়ে আউট হন কোহলি। চাপ সামলে দলকে বড় সংগ্রহ এনে দেন লোকেশ রাহুল ও এমএস ধোনি। দুজনেই তুলেছেন সেঞ্চুরি। ৯৯ বলে ১০৮ রান করেন রাহুল, ধোনি ৭৮ বলে করেন ১১৩ রান। রুবেল ও সাকিব নেন দুটি কোরে উইকেট।