ব্যাটসম্যানদের নৈপুণ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ পায় পাকিস্তান। ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দেয় সারফ্রাজের দল। এদিকে ইংল্যান্ড ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। ১৪ রানের জয় পায় পাকিস্তান।
দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। জুটিতে আসে ৮২ রান। পার্টনারশিপ ভাঙেন মঈন আলী। ফখর ফেরেন ৩৬ করে। ৪৪ রান কোরে মঈন আলির বলে আউট হন ইমাম উল হক। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে সাথে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন বাবর আজম। ৬৩ রান কোরে ফেরেন বাবর। ৬২ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস অভিজ্ঞ হাফিজের। সারফ্রাজের ব্যাট থেকে আসে ৫৫ রান। টেল এন্ডারের ব্যাটে ৮ উইকেটে ৩৪৮ রান বোর্ডে জড়ো করে পাকিস্তান। তিনটি কোরে উইকেট নেন ওকস ও মঈন আলি।