‘মা’এই পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ, যার সাথে কোনোকিছুরই তুলনা হয় না। মা তো মা’ই। মা এমন একজন, যিনি সব ধরণের বিপদ আপদ, সকল কিছু থেকে আমাদের রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেন। তবে মা আমাদের যেভাবে আগলে রাখেন, আমরা কি সেভাবে পারি? হয়তো না… নয়তো এমন হবে কেন! মাফ করবেন, আমার অসহায়ত্ব আমাকে কিছু বলতে বাধ্য করছে…
গত ৫ মার্চ আমার আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অতি দ্রুত আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং বিভিন্ন টেস্ট করানোর পর রিপোর্ট দিলে আমরা জানতে পারি আমার আম্মুর প্রায় ৯৬% কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন থেকেই কেবলই একটি দুশ্চিন্তা ভিতরে ডুকরে উঠে বারবার একই প্রশ্ন করছে-যে মায়ের জন্য আমার জন্ম, যে মায়ের কারণে এই পৃথিবীর মুখ দেখা, সেই মাকে বাঁচাতে পারব তো? আমার বাবাও প্রায় ৪ বছর আগে না ফেরার দেশে চলে গিয়েছেন। ছিল শুধু আম্মু, যিনি আমাদের আশ্রয় ছিলেন, আমাদের মাথার ওপর ছায়া ছিলেন। এখন তিনিও মৃত্যুর সাথে লড়াই করছেন। বর্তমানে আম্মুর প্রতি সপ্তাহে ৩টি করে ডায়ালাইসিস চলছে, যার মাসিক খরচ প্রায় ৩০ হাজার টাকা। ডাক্তার অতি শীঘ্রই কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর এর জন্য প্রয়োজন প্রায় ৩০ লক্ষ টাকা। বাবাহীন আমাদের পরিবারে আমার ভাইয়ার একার পক্ষে আমার আম্মুর চিকিৎসার খরচ যোগাড় করাটা প্রায় অসম্ভব হয়ে দাড়িঁয়েছে। তাই আপনাদের প্রত্যক্ষ আর্থিক সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সাহায্যই পারে আমার আম্মুকে বাঁচিয়ে তুলতে। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দয়া করে আমার আম্মুকে বাঁচাতে এগিয়ে আসুন এবং শুধু আর্থিক সহযোগিতাই নয়,আমার আম্মুর সুস্থতা কামনায় আপনাদের দোয়া চাই।
Bkash No: 01745518753 (Personal)
DBBL Account No: 188.103.32982
MD. RAFIQUL HASAN SHOHAG (আমার ভাইয়া)
Contact: 01745518753